দক্ষিণ ২৪ পরগনার মাদ্রাসার এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা : মাদ্রাসার এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ, ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম মহম্মদ হামিবুর লস্কর। গত বছর মে মাসে ক্যানিংয়ের বাসিন্দা হামিবুর বিষ্ণুপুরের ওই মাদ্রাসায় আব্রির হাফেজ বিভাগের হিফজ নিয়ে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পড়াশোনায় ভাল ছিল হামিবুর।অভিযোগ, সহপাঠীরা তা নিয়ে হামিবুরকে হিংসা করত। পরীক্ষাতে ভাল ফলও করত হামিবুর। অভিযোগ, সেই আক্রোশ থেকেই হামিবুরকে মাদ্রাসার ছাদ থেকে কেউ ঠেলে নীচে ফেলে দিতে পারেন।গত ২৪ তারিখ ওই যুবকের বাড়িতে ফোন যায়। মাদ্রাসার তরফে জানানো হয়, হামিবুর অসুস্থ। প্রথমে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হয়। পরে তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২৬ তারিখই মাদ্রাসায় পৌঁছন পরিবারের সদস্যরা। সেখানে খবর পেয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, হামিবুরের মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ক্ষত ছিল। এরপরই ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ তোলে পরিবার। বিষ্ণুপুর থানায় পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠায় । পরিবারের সদস্যদের বক্তব্য, শরীর খারাপ হলে কীভাবে হামিবুরের শরীরে ক্ষত তৈরি হল। এখনও পর্যন্ত মাদ্রাসার তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।