|
---|
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের থানের মুম্বরায় চাঞ্চল্যকর ঘটনা। আম্বেদকর নগরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুন করল স্বামী। সূত্রের খবর, সাংসারিক কলহের জন্যই এই খুন। অভিযুক্ত সমীর আগে হিন্দু ছিলেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এই ঘটনায় মুম্বরা পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কোলহাটকার জানিয়েছেন, পারিবারিক কলহের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত বিজয় ওরফে সমীর কমলনাথ মিশ্র আগে হিন্দু ছিলেন এবং জারিনকে বিয়ে করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম হন। পুলিশ জানিয়েছে, ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় দু’জন আলাদা থাকতেন।
৩০ বছর বয়সি জারিন আনসারি তাঁর এক ছেলে-মেয়েকে নিয়ে মুম্বরার আম্বেদকর ময়দানে মায়ের বাড়িতে থাকতেন। বিজয় ওরফে সমীর কমলনাথ মিশ্র ডিওয়ান্ডিতে থাকতেন।কিন্তু এদিন শাশুড়ির বাড়িতে পৌঁছে স্ত্রীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান সমীর। বাধা দিতে এলে শাশুড়ির উপর হামলা চালানো হয়। বড় মেয়ের ওপরও চড়াও হন তিনি। জানা গিয়েছে, সমীরকে তার বাড়িতে আসতে মানা করে দেওয়া হয়েছিল। এতেই অসন্তুষ্ট হন তিনি। তার জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ (Police)।
এদিকে হাতুড়ি দিয়ে আক্রমণ করায় মাথায় গুরুতর আঘাতের কারণেই জারিনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দু’জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত সমীর উদ্ধারকারী ব্যক্তিদের কয়েকটি সেলের ব্যাটারি জোড়া এবং টেপ লাগিয়ে তাতে নকল বোমা তৈরি করে ভয়ও দেখান। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সামনে আসেই। খুনের (Murder) খবরও বিক্ষিপ্ত ঘটনা নয়। তবে স্ত্রীকে হাতুড়ি (Hammer) দিয়ে খুন কার্যত নজিরবিহীন। তবে এই ধরনের ঘটনা কেন ঘটল, কী কারণে ঠিক খুন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।