|
---|
দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: মঙ্গলবারের মেদিনীপুর প্রশাসনিক সভা থেকে বাংলায় সাইকেল হাব করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি জানালেন “এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব। প্রচুর কর্মসংস্থানও হবে।” বৈঠকে উপস্থিত পাঁচ শিল্পপতির মধ্যে একজনকে খড়গপুরের শিল্পপার্কে জমি দেওয়া হচ্ছে সাইকেল হাবের জন্য।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আফসোস রাজ্যে এতো সবুজ সাথী সাইকেল দেওয়া সত্বেও, নেই কোন সাইকেল তৈরির কারখানা। আজ সেটারই সমাধান করলেন তিনি।