|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়ে গিয়েছেন মন্ত্রীর মেয়ে। অভিযোগের আঙ্গুল ওঠে শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দিকে। এর সাথে উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মেখলিগঞ্জের বিধায়ককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে আদালত।
মামলা করেছিলেন ববিতা অধিকারী নামে এক পরীক্ষার্থী। তাঁর বক্তব্য “ওয়েটিং লিস্টে ২০ নম্বরে নাম ছিল আমার। কয়েকদিন পর দেখা যায় ওয়েটিং লিস্টের ২১ নম্বরে নাম চলে গিয়েছি আমি। ১ নম্বরে উঠে এসেছে মন্ত্রীর মেয়ের নাম। আমার চেয়ে নম্বর কম ছিল অঙ্কিতা অধিকারীর। তার পরেও নিয়োগপত্র হাতে পাইনি আমি। অথচ ২০১৮ সালের মেখলিগঞ্জের একটি স্কুলে চাকরি করছেন অঙ্কিতা। এরপরই আদালতের হই।” আরো জানা গিয়েছে, পার্সোনালিটি টেস্টে অংশই নেননি অঙ্কিতা। কারণ, পার্সোনালিটি টেস্টে কত নম্বর পেয়েছিলেন অঙ্কিতা, তার কোনও রেকর্ড নেই এসএসসির কাছে।