|
---|
খান আরশাদ, রাজনগর: মঙ্গলবার জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরের বিভিন্ন এলাকা রূটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন রাজনগর থানার রাজনগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত আড়ালি, বহিলা পাড়া, সহ বিভিন্ন গ্রামে রূটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। আসন্ন নির্বাচনে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নিজের ভোট দিতে পারেন সে বিষয়ে তাদেরকে আশ্বাস প্রদান করাও হয়। কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চে অংশ নেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী, এ.এস.আই সুশীল কিস্কু সহ অন্যান্য পুলিশ কর্মী।