ডা: হা: ১ নম্বর ব্লকে সকল অঞ্চলে সপ্তম দুয়ারে সরকারে পরিদর্শন করেন ডা:হা: বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লা ও পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। তারই অঙ্গ হিসেবে অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক জুড়ে শুরু হল দুয়ারে সরকার প্রকল্প। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশাট, দিয়ারক, নেতরা, বাসুলডাঙ্গা, বোলসিদ্ধি কালিনগর, কানপুর ধনবেড়িয়া, হরিণডাঙ্গা অঞ্চলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। পরিদর্শনে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লা এবং ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী এছাড়াও উপস্তিত ছিলেন ১নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার,আসিবুল মোল্লা,মইদুল ইসলাম,সহ সমস্ত অঞ্চল নেতৃত্ব বৃন্দ,প্রধান ,উপ প্রধান, সদস্যা, সদস্য আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ ও আধিকারিক গণ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১ লা সেপ্টেম্বর থেকে বসে ‘দুয়ারে সরকার’ শিবির। ডা:হা: ১নম্বর ব্লকে সকল অঞ্চলে এই সপ্তম দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা পেতে মানুষের ভিড় চোখে পড়ে। জানা যায় এই দুয়ারে সরকার শিবির ১লা সেপ্টেম্বর থেকে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।