|
---|
নিজস্ব সংবাদদাতা : জাকির হোসেন সরবেড়িয়া আজ ৫ই সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তরে শিক্ষকদের সম্মান জানিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন হয় । দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার ব্লকের দাদপুর গুঞ্জরপুর দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় পালিত হল শিক্ষক দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান । শিক্ষক দিবসে মাননীয় শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাতে গিয়ে পড়ুয়ারা নিজেদের বক্তব্য বহু দিক তুলে ধরেন এবং শিক্ষক-শিক্ষিকাদের ব্যাচ উত্তরীয় পুষ্প ও গিফটের ব্যবস্থা করেন। আজ সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ক্লাস ওয়ান থেকে টুয়েল পর্যন্ত সমস্ত কেলাস নিলেন ভবিষ্যতের শিক্ষক-শিক্ষিকারা অর্থাৎ বর্তমান দাদপুর মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনসার উদ্দিন মল্লিক বলেন শিক্ষকরা আমাদের সমাজের মেরুদন্ড হয়ে রয়েছে ।তারা ছাত্রদের ব্যক্তিত্ব গঠনের যেমন অংশ নেন তেমনি সঠিক শিক্ষা ও বোধগঠনের সহায়তা করেন দিশা দেখিয়ে দেন আগামীর পথ চলা। সব শিক্ষা পুথিগত হয় না, তার প্রতি থেকে নেওয়া শিক্ষাকে বাস্তবতার রাস্তায় পুরো করে দেখানোর গুরু দায়িত্ব থাকে শিক্ষকদের কাঁধে সেই পথে অক্লান্ত পরিশ্রম করে চলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা।
মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা বাকিবুল্লা সাহেব শিক্ষক দিবসের গুরুত্ব শিক্ষক-শিক্ষিকা ও গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।শিক্ষক সারিফুল হোসেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণাণ সম্বন্ধে আলোচনা করেন। আজকের অনুষ্ঠানের পরিচালক এবং মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন শিক্ষক দিবসে আলোচনা রাখতে গিয়ে বলেন জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা অন্যটি দীক্ষা, দীক্ষা পরিবারের তরফে আসে আর শিক্ষা আসে শিক্ষকদের তরফে
। তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময় শিক্ষকের থেকে তার প্রিয় ছাত্র-ছাত্রীরা পেয়ে যান দীক্ষাও ।ফলে জীবনে আগামীর চলার পথ খুবই সহজ হয়ে ওঠে। তিনি আরো বলেন দেশের আদর্শ নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে শিক্ষকরা নিজেদের মতো করে পথ চলেন।দেখিয়ে দেন সঠিক আর বেঠিকের রাস্তা। জাতির শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরো বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান অতুলনীয়। শিক্ষকের স্থান এর সঙ্গে অন্য কারো স্থানের তুলনা হয়না, জীবনের চলার পথে অভিভাবক হিসেবে মা-বাবা গুরুত্ব যতটা ততই শিক্ষকের গুরুত্ব। এছাড়া মাদ্রাসার সংস্কৃতিক অনুষ্ঠান গুলি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক জনাব মুফতি রুস্তম আলী সাহেব জনাব মাওলানা নিজাম উদ্দিন জনাব জাকির হোসেন পিয়াদা মাওলানা আবু সিদ্দীক হালদার সাইফুদ্দিন মোল্লা আব্দুল জলিল শেখ আজগর আলী হালদার রবিউল শেখ শ্রী অরবিন্দ মাইতি মতিয়ার রহমান খান রাহাতুল্লা গায়েন আবিদ হোসেন হালদার শুভঙ্কর ঘোষ শারাফাত হালদার পিয়ার আলী গায়েন শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এবং মোসাম্মৎ তাহেরা সহ স্থানীয় অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন