জীবনের ঝুঁকি নিয়ে সদ্যোজাত শিশু-সহ সবাইকে উদ্ধার ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সার্জেন্টের

নতুন গতি নিউজ ডেস্ক: আজ সকাল ১১.৩৫ নাগাদ হঠাৎ আগুন লাগে ডায়মন্ড হারবার রোডের ডায়মন্ড ভিউ নার্সিং হোমের মেইন গেটে। নার্সিং হোমের পাশে রাইস কোচিং সেন্টারের ক্লাসও চলছিল। আগুন ছড়িয়ে পড়ে সেখানেও।

    খবর আসতেই ঘটনাস্থলে ছুটে যান ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্ট কৃষ্ণ দাস। নার্সিং হোমের ভিতরে তখন আটকে আগের রাতেই জন্ম নেওয়া বেশ কয়েকটি শিশু আর তাদের মায়েরা। এছাড়া, কোচিং সেন্টারেও আটকে রয়েছে ছাত্রছাত্রীরা। যে কোনও মূল্যে তাদের বিপন্মুক্ত করাই ছিল প্রথম কাজ।

    অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে বিল্ডিং-এ প্রবেশপথের আগুন কোনমতে নেভান সার্জেন্ট কৃষ্ণ দাস। তারপর ঢুকে পড়েন ভিতরে। একে একে উদ্ধার করে নিরাপদে নার্সিং হোমের বাইরে নিয়ে আসেন সদ্যোজাত ৮টি শিশু-সহ সবাইকেই। অগ্নিকাণ্ডের আতঙ্ক তখনও লেগে সদ্যপ্রসূতিদের চোখে-মুখে।

    স্থানীয় গ্যারেজে যোগাযোগ করে দ্রুত কয়েকটি গাড়ির ব্যবস্থা করেন সার্জেন্ট কৃষ্ণ দাস। একটি ফাঁকা অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে সেটিকেও থামান তিনি। সেইসব গাড়ি ও অ্যাম্বুলেন্সেই উদ্ধার হওয়া মা ও সদ্যোজাত শিশুদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সার্জেন্ট দাস।

    ইতিমধ্যে চলে এসেছে ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের বিশেষ টিম। ঘটনাস্থলে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জও। উদ্ধারকারী টিমের সঙ্গে রাইস কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনার কাজেও হাত লাগান সার্জেন্ট কৃষ্ণ দাস। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ সম্পন্ন করে।

    সার্জেন্ট কৃষ্ণ দাসকে কুর্নিশ !