|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূম জেলার থানা গুলোতে বেশ বড়সড় রদবদল করা হল। লোকসভা নির্বাচনের পূর্বমুহুর্তেই বদলি করা হয়েছিল জেলা পুলিশ সুপার শ্যাম সিংকে। তার স্থলে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন আভান্যু রবীন্দ্রনাথ। নির্বাচনের ফলাফল ঘোষনা হতেই ফের শ্যাম সিংকে ফিরিয়ে আনা হয় বীরভূমে। এরপরই জেলার পুলিশ সুপারের তরফ থেকে জেলার থানা গুলোতে রদবদল করা হয়। এগারোজন ওসি সহ মোট সাতাশজনকে বদলি করা হল। খয়রাশোল থানার ওসি করা হল সঞ্জয় শ্রীবাস্তবকে। দুবরাজপুর থানায় এলেন মহঃ আলি। দুবরাজপুর থেকে দেবব্রত সিনহাকে বদলি করা হল পাঁড়ুইয়ে। শান্তিনিকেতন থানা থেকে বদলি হয়ে চন্দ্রপুরে এলেন বিপ্লব দত্ত। চন্দ্রপুর থানা থেকে বিকোদর সান্যালকে বদলি করা হল মহঃবাজারে। লোকপুর থানার ওসি হলেন অরুপ দত্ত। মাড়্গ্রাম থানার ওসি করা হল সৈয়দ আব্দুল এহেসানকে। রামপুরহাট থানার ওসি হলেন লাল মহম্মদ। সদাইপুর থানার দিবাকর বিশ্বাস এলেন নানুরে। এছাড়া সুখেন লেটকে ডিআইবি বীরভূম থেকে বদলি করে ট্রাফিক রামপুরহাটে এবং ডিআইবি বীরভূম থেকে সৈয়দ জাকির আলিকে বদলি করা হল ট্রাফিক মহঃবাজারে। সদাইপুর থানার ওসি করা হল বাহাদুর মন্ডলকে। প্রশাশনিক সুত্রে জানা গেছে ২৭ জন পুলিশ আধিকারিককে বদলির ব্যাপারটি একটি রুটিন বদলি।