শিলিগুড়িতে বেহাল বাজার হংকং মার্কেটের

শিলিগুড়ি: শিলিগুড়িতে বেহাল বাজার হংকং মার্কেটের। শিলিগুড়ির বিখ্যাত বাজার এই হংকং মার্কেটে বর্তমানে ভীড় একেবারেই নেই বললেই চলে।একদা শিলিগুড়ির এই বিখ্যাত মার্কেটের সুনাম সারা বিশ্বেই ছিল।দেশ এবং বিদেশের থেকে যারা শিলিগুড়ি এবং তার আশেপাশে বাজারে আসেন তারা একবার না একবার ঢুকবেনই বাজারে।সেই বাজারে আজ একেবারেই বিক্রি নেই।সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খা খা করছে হংকং মার্কেট।বাজারে একেবারেই লোক নেই জানালেন এক বিক্রেতা।জানালেন এখন লোক সারাদিনে একেবারে বিকেলেই আসছেন।সারা দিন একেবারেই নেই কাষ্টমার আমাদের।জানালেন এক ক্রেতা।তার উপরে নেপালের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে মার্কেটের বিক্রি একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে।এরপর তো আমাদের দোকান করাই মুষ্কিল হয়ে পড়বে।জানালেন এক বিক্রেতা।এতটা খারাপ বিক্রি মনে হয় আমাদের কোনদিনই হয় নি,জানিয়েদিলেন এক ছাতা বিক্রেতা।মানুষের কাছে টাকাই নেই জিনিস কিনবে কি করে জানালো সে।এইভাবে যদি আরো তিনমাস চলে আমাদের বিক্রি তবে দোকানের ঝাপ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না জানালো সে।