রাতে ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কোচবিহারের বিস্তীর্ণ এলাকা

নিজস্ব প্রতিবেদক:- রবিবার রাতে ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ির চাল উড়ে যায় ঝড়ে। সেই ক্ষত শুকোনর আগেই এবার ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দার্জিলিং জেলার নকশালবাড়ি সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকা। নকশালবাড়ির বেঙ্গাইজোত, ঢাকনাজোত, মাল্লাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ ঝড়। স্থানীয় সূত্রে খবর, বিকাল থেকেই আকাশ কালো করে এসেছিল। রাতে ঝড় আসে। রাতভর ঝড়ে তাণ্ডবে অনেকেই দুচোখের পাতা এক করতে পারেননি। এলাকায় বহু গাছের ডাল ভেঙে গিয়েছে। টিনের চালা উড়ে গিয়েছে। এদিকে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। এর জেরে রাত থেকেই এলাকায় লোডশেডিং শুরু হয়ে যায়। শিলিগুড়ির বিভিন্ন এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে।এদিকে মঙ্গলবার রাতে ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টিও হয়। এদিকে বুধবার সকালেও এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গরমের দাপট অনেকটাই কম। সকাল থেকেই আকাশ মেঘলা। এদিকে আচমকাই ঝড় বৃষ্টির জেরে চাষেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। বহু জায়গায় গাছও উপড়ে গিয়েছে। গাছ উপড়ে যাওয়ার গ্রামীণ রাস্তার অবরূদ্ধ হয়ে যায়। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায়।তবে শুধু নকশালবাড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। রবিবারের ভয়াবহ ঝড়ের তাণ্ডবের চিহ্ন এখনও রয়েছে কোচবিহারের বিভিন্ন গ্রামে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের মাথা গোঁজার ঠাঁইটাও চলে গিয়েছে। তবে ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা ত্রাণকাজ শুরু করেছেন। তবে এসবের মধ্য়ে ফের মঙ্গলবার রাতে কোচবিহারে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ রবিবারের তুলনায় কিছুটা কম।