দিল্লিতে ভোর রাতে গেস্টাপো বাহিনীর হানা

নিজস্ব সংবাদদাতা: ভিডিও জার্নালিস্ট অভিসার শর্মা, বরিষ্ঠ সাংবাদিক ভাষা সিং, প্রবীণ সাংবাদিক উর্মিলেশ, নিউজক্লিক-এর এডিটর প্রবীর পুরকায়স্থ ও লেখক গিতা হরিহরণ, প্রখ‍্যাত সাংবাদিক ও রাষ্ট্রীয় অর্থনীতির ভাষ‍্যকার অনিন্দ‍্য চক্রবর্তী, সক্রিয়তাবাদী ও ইতিহাসবিদ সোহেল হাসমি, এবং কৌতুকাভিনেতা সঞ্জয় রাজৌরার বাড়িতে আজ ভোর রাতে দিল্লি পুলিশের বাহিনী রেইড করে। মুম্বাইয়ে তিস্তা শেতলওয়াড়ের বাড়িতে দিল্লি পুলিশের দল গেছে। রেড চালানো হয়েছে প্রবিণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার বাড়িতে। নিউজক্লিক-এর বিভিন্ন স্তরের কর্মীদের বাড়িতে রেইড চলেছে। এঁদের কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ তুলে নিয়ে গেছে। দিল্লি সায়েন্স ফোরামের ডি. রঘুনন্দনকে তুলে নিয়ে গেছে। সঞ্জয় রাজৌরাকে পুলিশের বিশেষ সেলে নিয়ে যাওয়া হয়েছে। সকলের মোবাইল ফোন, ল‍্যাপটপ ইত‍্যাদি ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। “সন্ত্রাসবাদী সংযোগ”-এর তদন্ত করতেই নাকি এই অভিযান, জানিয়েছে পুলিশ।

     

    গত ১ আগষ্ট দিল্লি পুলিশের দায়ের করা একটি এফআইআরের ফলশ্রুতিতে এই অভিযান। কুখ‍্যাত দমনমূলক আইন ইউএপিএ-র বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এই এফআইআর আবার হয়েছে সংসদে বিজেপির এক সাংসদের একটি মন্তব‍্যের ভিত্তিতে। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সংসদে মন্তব‍্য করেন যে কংগ্রেস নেতারা এবং নিউজক্লিক-এর সাংবাদিকারা চীন থেকে ফাণ্ড পেয়েছে ‘অ‍্যান্টি-ইন্ডিয়া’ আবহ তৈরি করার জন‍্য। এই মন্তব‍্যের ভিত্তিতে এফআইআর এবং সেই পথে এই গেস্টাপো অভিযান।