ফকির চাঁদ কলেজ এ পতাকা উত্তোলন,বর্নাঠ্য শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫ তম বর্ষ তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন হয়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-দেশের স্বাধীনতার লাভের অব্যহিত পরে ১৯৪৯ সালের ২৭ শে আগস্ট এলাকার শিক্ষাদরদি মানুষজনের আন্তরিক সহযোগিতায় ও ফকির চাঁদ হালদারের আন্তরিক প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছিল ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ।এদিন ২৭ শে আগস্ট কলেজের প্রেন্সিপাল সোমেন চন্দ এবং প্লাটিনাম জয়ন্তি উৎযাপনের সভাপতি সুজিত কুমার মন্ডল এছারও শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন পড়ুয়াগন সহ এলেকার শুভানুধায়ী মানুষজনের ঐকান্তিক উদ্যোগে সূচনা হয় কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব। মঙ্গলদীপ প্রজ্বলন ও ছাত্র ছাত্রী (বর্তমান ও প্রাক্তন) সকলে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন,ছাত্র ছাত্রী এবং এলাকার শিক্ষানুরাগি মানুষজনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলেজের ৭৫ তম জন্মদিন উপলক্ষে এন.সি.সি ক্যাডেটদের কুচকাওয়াজ,বিভিন্ন সাজে পড়ুয়ারা,এই আয়োজিত উৎসবের সূচনা হয়। সুমার্জ্জিত ট্যাবলো, এবং পদযাত্রার পুরোভাগে কলেজের প্রিন্সিপাল ও প্রফেসর সহ বহু বিশিষ্ট জনদের উপস্থিতি এদিনের পদযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। মধ্যাহ্নে কলেজ প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চে পড়ুয়াগণের কণ্ঠে সমবেত কণ্ঠে আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রানে সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়।সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট পলিটিক্যাল প্রফেসর আবুল কালাম আজাদ।স্বাগত ভাষণে কলেজের প্রিন্সিপাল ডা: সোমেন চন্দ বলেন,এই কলেজ এলাকার সকল এলেকাবাসী ও কলেজ পরিচালক বৃন্দের সহযোগিতায় কলেজের প্যাটিনাম জয়ন্তী তথা ৭৫ তম বর্ষ উৎযাপন সার্থক হয়ে ওঠে।সূত্রে খবর বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকির চাঁদ কলেজে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন করা হবে বলে জানা যায়।