|
---|
দেবজিৎ মুখার্জি: জি-২০ সামিটে ‘লোন উলফ’ অ্যাটাকের আশঙ্কা! সম্প্রতি একাধিক গোয়েন্দা রিপোর্টে এমনটাই আশঙ্কা করা হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হোটেলগুলির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ‘হিট স্কোয়াড’। হোটেলগুলির আশপাশে আগে থেকেই মজুত রয়েছে ‘স্পেশ্যাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিক্স’ টিম। তবে হিট স্কোয়াড স্বাধীনভাবে কাজ করবে। ওই কমান্ডোদের কাছে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার। এই অস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–ইজরায়েলে তৈরি টাভর টিএআর-২১ অ্যাসল্ট রাইফেল, মার্কিন গ্লক পিস্টল, রাশিয়ান ড্রাগুনভ স্নাইপার রাইফেল।