|
---|
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট –
মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসবের মাধ্যমে রাজ্যে মানুষের কৃষ্টি সংস্কৃতির বিকাশের সচেষ্ঠ। তার অঙ্গ হিসাবেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় বালুরঘাট পৌরসভার উদ্যোগে শুরু হল ফুল মেলা ২০১৮। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ অর্পিতা ঘোষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাটের মহকুমাশাসক ঈশা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে বিভিন্ন ফুলগাছ প্রেমীরা তাদের তৈরী ফুল গাছ নিয়ে ফুলমেলার প্রদর্শনীতে অংশ নেন। এছাড়াও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে স্বনির্ভর দলের মহিলাদের উজ্জীবিত করতে তাদের জন্য একটি স্টল তৈরী করেছে যেখানে তাদের তৈরী জিনিসের বিক্রি ব্যাবস্থা হচ্ছে।শহরের মানুষের মনোরঞ্জনের উদ্যেশে বালুরঘাট পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের মানুষ।
এই বিষয়ে বালুরঘাট পৌরসভার প্রশাসক তথা বালুরঘাটের মহকুমা শাষক ঈশা মুখার্জি বলেন প্রতি বছরের মতই আমাদের পৌরসভার কর্মীদের উদ্যোগে এই বছরও এই ফুল মেলার আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা খুব সুন্দর করে এই সুরেশ রঞ্জন পার্কটিকে সাজিয়েছেন শহরের মানুষের আমাদের এই উদ্যোগ ভাল লাগলে তবেই আমাদের সার্থকতা।