আইপিএল এর ধাঁচে কেপিএল, শুরু হচ্ছে কাল থেকেই

মইদুল ইসলাম, মুরারইঃ-

    বীরভূম তথা মুরারই এর অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট খানপুর প্রিমিয়ার লীগ শুরু হতে বাকী মাত্র এক দিন । এর মধ্যে খেলোয়াড় ,দল মালিক ও ক্রিকেট অনুরাগীদের মধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা ।
    গত 5 ই জানুয়ারী খেলোয়াড় নীলামের মধ্যদিয়ে একঝাঁক তরুণ ক্রিকেটারকে খরিদ করে দল গঠন করেছে দশটি দল। আসল লড়াই শুরু হবে 12 ই জানুয়ারী চলবে 13 ই জানুয়ারী পর্যন্ত । কিন্তু কিভাবে তৈরী হচ্ছে খানপুর প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ , কতটা চমক দেবে এবারের খানপুর প্রিমিয়ার লীগের ষষ্ঠ সংস্করণ প্রশ্ন সবার মুখে ? এই প্রশ্নের জবাব চাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম খানপুরে ।
    খানপুর প্রিমিয়ার লীগের নতুন চমক কেমন হবে এই প্রশ্নের জবাবে কেপিএল চেয়ারম্যান মহঃ জুলফিকার জানান ” লক্ষ আমার স্বর্ণ চূড়া না ,হোক না সেথা দূর্গম গিরি না ,না থাক সেথা ওঠার সিঁড়ি । খানপুর প্রিমিয়ার লীগের নতুন চমক কেমন হবে তা আমরা এই মুহূর্তে কিছু বলতে চাই না , তবে একটা কথা বলতে পারি শুধু মাত্র আমাদের উদ্বোধনী অনুষ্ঠান রাজ্য ছাত্র যুব উৎসবের মতো অনুষ্ঠান কে যে কোনো সময় হারিয়ে দিতে পারি ।”


    কেপিএল প্রেসিডেন্ট মহঃ সদরুল আলম কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ” ঐতিহাসিক খানপুরে আরো এক ইতিহাস লেখা হবে 12 ই জানুয়ারী ” কেপিএল এর অর্থনৈতিক উপদেষ্টা গোলাম মর্তুজা বলেন ” কেপিএল এর কোনো বিকল্প আমি দেখিনি তাই আরো ভালো করার দায়িত্ব আমাদের ” কেপিএল এর মারজেটিং কমিটির প্রধান রাজী আহম্মেদ বলেন “এলাকার তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আমরা প্রথম আইপিএল এর ধাঁচে কেপিএল আয়োজন করেছি ”
    কেপিএল এর বিজ্ঞাপন ও স্পনসর কমিটির প্রধান মেরাজুল করিম বলেন ” এলাকা কাঁপিয়ে দিয়েছে কেপিএল এবার আমাদের লক্ষ জেলাস্তরে পৌঁছে যাওয়া ”
    কেপিএল এর জনসংযোগ আধিকারিক মহঃ সেলিম বলেন ” কেপিএল ছয় বছরেই প্রতিভাবান খেলোয়াড় দের মধ্যে একটা আলোড়ন তৈরী করেছে আগামী দিনে আমরা বাংলার কোনে কোনে পৌঁছে যাবো আমরা ‘”

    কেপিএল টেকনিশিয়ান ‘ বজলুল করিম ,সাহেব শেখ, নাঈম ইসলাম বলেন ” ছোট্ট কেপিএল আজ বৃহৎ আকার ধারণ করেছে এর প্রমাণ একটায় কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী আসছেন খেলা উদ্বোধন করতে ”
    কেপিএল প্রোডাকশন কমিটির অন্যতম সদস্য এস. কবিরুল ইসলাম বলেন ” গত বছর মাননীয় অতিথি ও ক্রিকেট অনিরাগীরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখে খুশি হয়েছিলেন এবারো হবেন সেই জন্য আমরা প্রস্তুত আছি ।

    কেপিএল আম্পায়ার প্রদীপ কর্মকার বলেন ” আমি নিজে গর্ববোধ করি খানপুর প্রিমিয়ার লীগে আম্পায়ার করার সুযোগ পেয়ে ।”
    কেপিএল এর স্কোরার সেরাজুল করিম ,সৌরভ শেখ ,রাজ্জাক রা বলেন ” গ্রামের মধ্যে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত “।
    কেপিএল এর পরামর্শদাতা কমিটির সদস্য বুরহান শেখ (উপপ্রধান চাত রা গ্রাম পঞ্চায়েত) , মজিবুর রহমান ,শরীয়ত মন্ডল ,সুদীপ কর্মকার , আব্দুর রহমান ও অন্যান্যরা বলেন কচিকাঁচা ও চুল পাকা সবাই মিলে আমরা আনন্দের সাথে খানপুর প্রিমিয়ার লীগ আয়োজন করি । কেপিএল এর খেলোয়াড় রকেট , রঞ্জু ,টারজেন ,সুচিত্রা বলেন “কেপিএল এর মতো আয়োজন কোথাও দেখিনি ”
    খানপুর প্রিমিয়ার লীগে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী , বিধায়ক আব্দুর রহমান ,বিদ্যুৎ কর্মাধক্ষ ই আসগার , খাদ্য কর্মাধক্ষ বাবলু ভকত , মুরারই- ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম , মুয়ারই – ১ ভিডিও ,সমাজসেবী আলী খান ,শিক্ষক বিনয় ঘোষ সহ একাধিক সম্মানীয় ব্যাক্তিবর্গ ।
    খানপুর প্রিমিয়ার লীগ নিয়ে গ্রামের মানুষ ও খানপুর প্রিমিয়ার লীগের অংশগ্রহণকারী খেলোয়াড় ও দল মালিকদের মধ্যে আবেগ ও উদ্দীপনার কোনো শেষ নেই ।