ফুটবল টুর্নামেন্ট চললো ভাতাড়ে

পারিজাত মোল্লা : রবিবার জমজমাট ফুটবল ফাইনাল খেলা পূর্ব বর্ধমান জেলার ভাতারের মোহনপুর ফুটবল মাঠে। জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েতের অধীন মোড়লপাড়া সিংহবাহিনী সংঘ এবং ঘোষপাড়া আরাধনা সংঘের উদ্যোগে মাসখানেক আগে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা রবিবার মুখোমুখি হয় মেমারি ফুটবল ক্লাব বনাম গলসি ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে ৩-০ গোলে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষিত হয় গলসি ফুটবল ক্লাব। খেলায় বিজয়ী ও বিজিত দলকে সুদর্শনীয় ট্রফি সহ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ছাড়াও ‘ম্যান অফ দা ম্যাচ’, ‘ম্যান অব দ্যা সিরিজ’ সহ একাধিক খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। উদ্যোক্তারা জানান যুব সমাজকে মাঠমুখি করার লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে ও এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, বনপাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত হাটি, প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা শুভদীপ মণ্ডল সহ অসংখ্য ফুটবল প্রেমীরা। ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষাও ক্রীড়া কর্মদক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, -“যুব সমাজের শিক্ষা ও চারিত্রিক গঠনের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই”। বর্তমান যুব সমাজকে মোবাইল গেম থেকে দূরে সরে খেলাধুলায় আগ্রহী হওয়ার বার্তা দেন শিক্ষা কর্মাধ্যক্ষ।