|
---|
খান আরশাদ, বীরভূম : তৃনমূল নেতা বলরাম মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ গ্রামে আয়োজন করা হয়েছিল তিনদিনের ফুটবল টুর্নামেন্ট। রবিবার এই টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব্বের খেলাটি অনুষ্ঠিত হল। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালের ১৯ শে জুন সমবায় সমিতির নির্ব্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজনগর থানার আলিগড়ের রাজারকেন্দ গ্রাম। সেসময়ই খুন হন তৃনমূল যুবনেতা বলরাম মন্ডল। তৃনমূলের দাবী বিরোধী দলের লোকই বলরামকে গুলি করে খুন করে। মুরাদগঞ্জ যুব তৃনমূলের পরিচালনায় সেই বলরাম মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। চুড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয় হিরাপুর ফুটবল টীম ও সাহেব একাদশ আলিগড়ের মধ্যে। ট্রাইব্রেকারের মাধ্যমে জয়ী হয় হিরাপুর ফুটবল টীম। পুরস্কার হিসেবে নগদ অর্থ সহ ট্রফি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী, সমাজসেবী রানা প্রতাপ রায়, মহঃ সরিফ, গাফফার খান, শোভন আচার্য্য, সুকুমার গঁরাই, বামাপদ ঘোষ সহ অন্যান্যরা। এদিন খেলা শুরুর আগে শহীদ বলরাম মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বল মেরে চুড়ান্ত পর্ব্বের খেলার সূচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু ও রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী।