সুন্দরবন গ্রামীণ মেলায় নব দিগন্ত ও আননূর মিশন এর বিনামূল্যে স্বাস্থ্য শিবির

সুন্দরবন গ্রামীণ মেলায় নব দিগন্ত ও আননূর মিশন এর বিনামূল্যে স্বাস্থ্য শিবির

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : সরবেড়িয়া সুন্দরবন গ্রামীণ মেলা সুন্দরবনের ঐতিহ্য, বহু পুরোনো এই মেলা। এলাকার বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান শেখের নেতৃত্বে বহু বছর ধরে এই মেলা চলে আসছে রমরমিয়ে।আমফান, বুলবুল, করোনা মহামারী সুন্দরবনের মানুষের জীবনে এনেছে বহু হতাশা তাই এটাই বিনোদন এর একমাত্র জায়গা তাদের। এই মেলা প্রায় দু সপ্তাহ চলে প্রতি বছর, বিনোদন এর পাশাপাশি বহু সমাজ কল্যাণ মূলক কাজ করেন সাজান সাহেব ও মেলা কর্তৃপক্ষ। তাদের ডাকে সাড়া দিয়ে বিশিষ্ট সমাজসেবী সংস্থা নব দিগন্ত ও আননূর মিশন এদিন আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। শিবিরে ৩০০ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেখানে তাদের থারমাল গান দিয়ে তাপমাত্রা চেক করেন নব দিগন্ত এর স্বাস্থ্যব্রতী স্বাস্থ্যসেবিকারা, তারপর প্রেসার, সুগার, উচ্চতা, ওজন, অক্সিজেন এর মাত্রা মাপার পর, সুগার মাপেন তারা, এদিন উপস্থিত ছিলেন নব দিগন্ত এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী সহ, কোলকাতা ইসলামীয়া হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা। ডাঃ ফারুক হোসেন গাজী বিভিন্ন সংবাদ মাধ্যমে কে ইন্টারভিউ দিতে গিয়ে বলেন “নব দিগন্ত আজ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে স্বাস্থ্য, শিক্ষা ও নারীদের উন্নতির জন্যে কাজ করছে। নব দিগন্ত এর উৎপত্তি সুন্দরবন থেকেই তাই সুন্দরবন এর মানুষকে পরিষেবা দিতে পেরে খুব ভালো লাগছে আজ, যদিও নব দিগন্ত প্রায় ৬ বছর ধরে হাসপাতালের মত পরিষেবা দিয়ে আসছে”। সমস্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন বিশিষ্ট সঞ্চালক শেখ নাজির। আননূর মিশন এর সম্পাদক জাকির হোসেন মোল্লা বলেন” নব দিগন্ত এর সাথে হাত মিলিয়ে সুন্দরবনের মানুষ কে পরিষেবা দিতে পেরে খুব গর্বিত লাগছে, এই ক্যাম্প আমরা প্রতি বছরই করব মেলাতে ও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে করব এতে সুন্দরবনের মানুষ আশা করি উপকৃত হবে।

     

    এদিন বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শেখ মোসলেম মোল্লা, সরবেড়িয়া বিপ্লবী সংঘের সম্পাদক দীপ গাড়ু, সরবেড়িয়া আননূর মিশন এর সম্পাদক জাকির হোসেন মোল্লা, ডাঃ ইমরান হোসেন মোল্লা।