‘প্যালেস্টাইন বোমাবর্ষণ বন্ধ কর’ এবং পেছনে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরা ব্যক্তির পিচে প্রবেশ, কিছুক্ষনের জন্য বন্ধ বিশ্বকাপ

নিজস্ব সংবাদদাতা: রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 এর ফাইনালের সময় একটি ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরা একজন ব্যক্তি পিচে ঢুকে যায়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা গেছে তাকে।

    লাল হাফপ্যান্ট পরা লোকটির পরনে সাদা টি-শার্ট ছিল সামনে লেখা ছিল ‘প্যালেস্টাইন বোমাবর্ষণ বন্ধ কর’ এবং পেছনে ‘ফ্রি প্যালেস্টাইন’। তিনি প্যালেস্টাইনের রঙের মুখোশও পরেছিলেন।

    ৭ অক্টোবর হামাস সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ হিসেবে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরাইল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ব্যাপক নিন্দা করা হয়েছে, বিশেষ করে বেসামরিক মানুষ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে হতাহত হচ্ছে।

    আহমেদাবাদের পিচে প্রবেশ করা লোকটি একটি রংধনু পতাকা বহন করেছিল। নিরাপত্তা লঙ্ঘনের জন্য তাকে শীঘ্রই ধরা হয় এবং হেফাজতে নেওয়া হয়।জানা গেছে, পিচে প্রবেশকারীকে চাঁদখেদা থানায় আনা হয়েছে। তাকে একটি ভিন্ন টি-শার্ট পরা দেখা গেছে এবং তার মুখে মাস্ক ছিল না।

    লোকটি নিজেকে জনসন ওয়েন বলে পরিচয় দিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমি বিরাট কোহলির সাথে দেখা করতে মাঠে প্রবেশ করেছি। প্রতিবাদটি ছিল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে,”
    পিচে প্রবেশের কারণে ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। নিরাপত্তা আধিকারিকরা অনুপ্রবেশকারীকে আটক করার পরে ম্যাচটি আবার শুরু হয়।