বিশেষ চাহিদা সম্পন্নদের ভোটার তালিকায় নাম তুলতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের

হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ভারতের নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ক্রমে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্বাচন দপ্তরের উদ্যোগে বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আশা ভবনে ২১৫ নং বুথে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যারা ১৮+আবাসিক ছিলো তাদেরকে নির্বাচন কমিশনের কোনো ভোটার যেনো বাদ না যায় এই উদ্যোগে এবং sveep এর একটি উদ্যোগ হিসাবে বিশেষ শিবির অনুষ্ঠিত হয় কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশা ভবনে। যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ২২জন ১৮+আগামীর ভোটারদের নিয়ে শিবির হয়।

    তাদের কাছে থেকে ফর্ম সংগ্রহ করে অনলাইনে দরখাস্ত আপলোড করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের জেলা শাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন পাল, মহাকুমা শাসক আলিপুর সদর তমোঘ্ন কর, ছিলেন ওসি ইলেকশন বিশ্বজিৎ সরকার , ১৪৬ বিষ্ণুপুর তপশিলী বিধানসভা কেন্দ্রেরই আর ও জয়তী চক্রবর্তী ডিআইসি ও ডিআইসিও এবং ডিএস ডবলুও সকলের উপস্থিতি তে এই কর্মসূচি । প্রত্যেক ১৮+এর বেশী আবাসিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের যে বিশেষ অভিযান নির্বাচন কমিশন নিয়েছে তার একটি অংশ হিসাবে এই কর্মসূচি সকলের প্রচেষ্টায় সাফল্যমন্ডিত হয়।