|
---|
আজিম শেখ, নতুন গতি, রামপুরহাট : রামপুরহাট থেকে যাত্রী বোঝাই সুমন বাসটি সাঁইথিয়া যাবার পথে গামী লছিয়াতোড় গ্রামের শেষে বাসটি একটি মোটর বাইকে সাইড দিতে গিয়ে ধানের জমিতে পাল্টি খেয়ে পড়ে যায় । তার পরে এলাকার লোকজন সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ। ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি। গাড়ির ড্রাইভার খালাসী পালাতক। যাত্রীদের রামপুরহাট মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।