|
---|
আজিজুর রহমান,গলসি : দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে পদযাত্রা করলো সিপিআইএম গলসি ২ নং এরিয়া কমিটি। এদিন গলসি অঞ্চলের দরবারপুর গ্রাম থেকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ও ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার সূচনা করেন কৃষক নেতা তথা সিপিআইএম এর জেলা সম্পাদক সৈয়দ হোসেন। পদযাত্রাটি দরবারপুর থেকে দয়ালপুর ও খেতুড়া হয়ে গলসির স্টেশনে আসে। সেখান থেকে আবার বাবলা ও গলসি গ্রাম প্রদক্ষিন করে। পদযাত্রার শেষে গলসির বাজারে একটি সংক্ষিপ্ত পথ সভার করা হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের নেতা আভাস রায় চৌধুরী সহ দলীয় নেতারা। এছাড়াও ৩১ শে আগষ্টে তাদের আন্দোলনে গলসির যে চারজন কর্মী জেল খেটেছিলেন তাদের ফুলমালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।