|
---|
হরিশ্চন্দ্রপুর,১৭ মে,মহ: নাজিম আক্তার: ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষকে ঈদবস্ত্র উপহার দিলেন শিক্ষক বুলবুল খানের সহযোগিতায় দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তোফাজ্জল হক। রবিবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রামের ৩০০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়।
এদিন এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুলবুল খান ও স্থানীয় বেশ কয়েকজন নেতা।এদিন অসহায় দু:স্থ পরিবারে মাঝে শাড়ী,লুঙ্গি বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় বলে জানা যায়।
প্রধান তোফাজ্জল হক জানান, বাঙালি মুসলিদের সব থেকে বড় ও খুশির উৎসব হল ঈদ উৎসব। করোনা মানুষকে আতঙ্কিত করে রেখেছে। কাজ হারিয়ে মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছে।এই করোনা সংকটময় পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের ঈদ হয়ে উঠুক খুশির উৎসব। তাই এদিন দৌলতপুর এলাকার দুঃস্থ মানুষদের ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয় বলে জানান।