পরিযায়ী শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনার একাধিক দাবি তুলে হরিশ্চন্দ্রপুর বিডিও অফিসে এস.ইউ. সি.আই এর ডেপুটেশন

 

    হরিশ্চন্দ্রপুর,১৯, মহ: নাজিম আক্তার:হরিশ্চন্দ্রপুর এস.ইউ. সি.আই (কমিউনিস্ট) দলের’লোকাল কমিটির পক্ষ’ থেকে “সারা ভারত পরিযায়ী শ্রমিক দাবি দিবসে” মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বি ডি ও অফিসে ডেপুটেশন দেওয়া হয় ।

    এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সম্পাদক কমরেড উজ্জ্বলেন্দু সরকার, লোকাল কমিটির সদস্য কমরেড বিশ্বজিৎ সাহা ও কমরেড শ্যামচাঁদ সাহা এবং এলাকার স্থানীয় নেতৃত্বরা।

    কমরেড উজ্জ্বলেন্দু সাহা তাঁদের দলের দাবিগুলি জানান বাংলার সকল পরিযায়ী শ্রমিকদের দ্রুত বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে,সকল পরিযায়ী শ্রমিকদের খাওয়া ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে, মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারক উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, রেশন কার্ড না থাকা সকল ব্যক্তি কে উপযুক্ত খাদ্য সামগ্রী দিতে হবে এবং দ্রুত রেশন কার্ডের বন্দোবস্ত করতে হবে এবং এছাড়াও ফিরে আসা সকল পরিযায়ী শ্রমিকদের সরকারি তত্ত্বাবধানে কোয়ারেন্টাই সেন্টারে রাখার ব্যবস্থা করতে হবে ।

    বিডিও অনির্বাণ বসু জানান, হরিশ্চন্দ্রপুর এস.ইউ. সি.আই (কমিউনিস্ট) দলের’লোকাল কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ডেপুটেশন দেয়। তাদের দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।