পরিস্থিতি ভয়ানক হতে চলেছে, করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন এবং অতিরিক্ত বেড মজুদ রাখার নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার

নতুন গতি নিউজ ডেস্ক: বেসরকারি হাসপাতালগুলো সাথে বৈঠক করার পর রাজ্য স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন আগামী একমাস পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। সেই কারণে করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন এবং অতিরিক্ত বেড মজুদ রাখার নির্দেশ দিয়েছেন। মৃদু উপসর্গহীন রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

    আশঙ্কাজনক এবং গুরুতর আশঙ্কাজনক রোগীদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত বেড রাখা জরুরি। স্বাস্থ্য অধিকর্তা সন্দেহ প্রকাশ করছেন রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আগমন ঘটে গিয়েছে। মহানগরীর পরিস্থিতি আরও উদ্বেগজনক। পজিটিভিটি রেট ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার দিন মহানগরীতে আক্রান্ত সংখ্যা ১০৯0 জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। দেশের মোট আটটি জায়গাকে হটস্পট রূপে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা মহানগরী। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলতে এবং মাক্স পড়তে।