ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে, আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

সাকিব হাসান,সোনারপুর: রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু৷ তার উপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত৷ এর জেরে আজ থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অবস্থান করছে একটি নিম্নচাপ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে বিশাখাপটনম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।