হাওড়ার বাগনানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক দিবসে বৃক্ষরোপণের বার্তা ।

লুতুব আলি, নতুন গতি : ৫ সেপ্টেম্বর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই উপলক্ষে এদিন হাওড়ার বাগনানের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে চারা গাছ দিয়ে সবুজয়ানের বার্তা দেয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বজন। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু গাছ কাকু নামে পরিচিত। এই গাছ কাকু হাওড়ার বাগনানের টেপুর নবাসন অনন্তরাম হাই স্কুল, সেন্ট মেরিস স্কুল, বাগনান প্রাথমিক বিদ্যালয়, আন্দুল, প্রসস্থ, ফুলেশ্বর দেশপ্রাণ স্কুলে গিয়ে শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ও চারা গাছ দিয়ে সবুজায়নের বার্তা দেন। চন্দ্র বসুকে স্মারক, উত্তরীয় ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ করেন সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষিকা বিশিষ্ট কবি চৈতালি দাস মজুমদার বরণ করেন। প্রধান শিক্ষক সূর্য শেখর দাস বলেন, গাছ লাগানো শিক্ষার প্রথম ধাপ হওয়া উচিৎ। শিক্ষক দিবসের এই মহান দিনে স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন সবুজয়ানের যে বার্তা ছড়িয়ে দিচ্ছে তা প্রশংসার দাবি রাখে। চন্দ্রনাথ বসু বলেন, বাগনান ও হাওড়া র শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে গাছ লাগানোর বার্তা পৌঁছতে গেলে তা তারা সাদরে গ্রহণ করেন। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষিকা বিশিষ্ট কবি চৈতালি দাস মজুমদার বলেন, চন্দ্রনাথ বসু গাছ লাগানোর প্রতীক। তিনি যে কোন অনুষ্ঠানে চারা গাছ নিয়ে ছুটে যান সবুজায়নের বার্তা দিতে। এর জন্যই তিনি হাওড়ার আপামরবাসীর কাছে গাছ কাকু নামে পরিচিতি লাভ করেছেন। তিনি আরও বলেন, বিদ্যালয় এর সহ-শিক্ষিকা পূজা দাস, সোমা মন্ডল, পায়েল নস্কর, রিঙ্কি শর্মা, প্রিয়াঙ্কা শর্মা, পিউ চিত্রকর প্রমুখরা সবুজায়নের দারুণভাবে গ্রহণ করেছেন। এদিন বৃক্ষ প্রেমী শিক্ষিকা পায়েল নস্করকে চারা গাছ দেয়া হয়। কোলাঘাট হাই মাদ্রাসার ছাত্র শেখ মমিনের হাতে চারা গাছ তুলে দেন স্বজনের সদস্যা কলেজ ছাত্রী পৌলোভী মিশ্র।