|
---|
দিনাজপুর: উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হরিপুরে বেস আন-নূর মডেল স্কুলের প্রধান কার্যালয় ও শাখা। এটি “জি. ডি. পরিচালিত” উত্তরবঙ্গের নির্ভর যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার পর এবার মালদা জেলায় বালিকা বিজ্ঞান বিভাগের শাখার সুভ সূচনা হল।
হরিরামপুর কলেজের সহকারী অধ্যাপক ডঃ মোহাম্মদ ইসমাইল মহাশয় ফিতে কেটে সুভ উদ্যধন করেন।
উপস্থিত ছিলেন মহিবুর রহমান প্রধান শিক্ষক মোহাম্মদিয়া হাই মাদ্রাসা, আজিজুর রহমান প্রধান শিক্ষক বুধিয়া হাই মাদ্রাসা, ফিরোজ আক্তার শিক্ষক উমেশ চন্দ্র বাস্তুহারা বিদ্যালয়, মোকসেদ আলী প্রাক্তন শিক্ষক হরিপুর হাই মাদ্রাসা, ইয়াকুব আলী ভারপ্রাপ্ত শিক্ষক বেলপুকুর হাই মাদ্রাসা, ফরিদ হোসেন প্রাক্তন পুলিশ প্রশাসক আরও অনেকে।
বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম বলেন তাদের লক্ষ্য ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্নত মানের শিক্ষা দেওয়া।