|
---|
জাহির হোসেন মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা : পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এর উদ্যোগে গতকাল শিমুলতলায় মরহুম আহসানুল্লাহ সাহেবের মাজারের পাশে ইফতার ও দোয়ার মজলিস সংঘটিত হয়।
এদিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টর আমানুল্লাহ সাহেব, ফুরফুরা শরীফের সৈয়দ লাবিব সাহেব, পঃ বঃ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের মাসুদুর রহমান, শিক্ষারত্ন মোফাক্কার মল্লিক, আল মানার গার্লস মিশন এর কর্ণধার আনোয়ার হোসেন কাসেমী, বিশিষ্ট সমাজসেবী ও আল-মদিনা একাডেমির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।