মেদিনীপুরের গান্ধীঘাটে জল সংশোধন প্রকল্পের উদ্বোধন

মেদিনীপুর: মেদিনীপুর শহরের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেদিনীপুর পুরসভার উদ্যোগে মেদিনীপুরে কাঁসাই নদীর পাড়ে গান্ধীঘাট এলাকায় গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক পানীয় জল পরিশোধন প্রকল্প ।

    প্রতিদিন ৪ কোটি লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্প চালু হলে মেদিনীপুর শহরের ৪০ হাজার পরিবারের আড়াই লক্ষ মানুষ উপকৃত হবেন। শহর জুড়ে বসবে সাড়ে তিনশ কিলোমিটার পাইপ । এর মাধ্যমে প্রতিদিন ২৩ লক্ষ ৫০ হাজার লিটার জল সরবরাহ করা হবে।

    শুক্রবার এই প্রকল্পের আনুষ্ঠানিক শিল্যান্যাস করেন জেলা শাসক রশ্মি কমল । উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান দীনেন রায় , জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি , মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।