|
---|
দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ‘ইনসাফ যাত্রা’য় লালের বদলে আকাশি নীলের প্রভাব। মিছিলে হাঁটা সকলের গায়ে আজ ভারতীয় ক্রিকেট দলের জার্সি। ‘বিরাট’ জার্সি পরেই হাঁটলেন দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বার্তা একটাই, দেশের আবেগ আগে।
নবগ্রামের এই ইনসাফ যাত্রায় মীনাক্ষীদের সহযাত্রী হলেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি বরাবরই বামপন্থী বলে পরিচিত। এমনকী গত বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে প্রার্থীও হন। পরাজিত হলেও দলের কাজে থাকেন সবসময়। তাঁর গায়েও ভারতীয় ক্রিকেট দলের জার্সি। দলের জেলা সভাপতি জানান, ”ইন্ডিয়ার প্রতি তো আমাদের সকলের শ্রদ্ধা আছে। ভারতীয় জাতীয়তাবোধে আমরা, যুবরা উদ্বুদ্ধ। আজ আমরা বিশ্বকাপ খেলা নিয়েও মাতছি।”