বামনগোলা কান্ড: নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন মুর্মু

দেবজিৎ মুখার্জি, মালদা: খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণী। স্থানীয়দে দাবি, বেহাল রাস্তার কারণে জোটেনি অ্যাম্বুল্যান্স। মালদহের বামনগোলার মালডাঙার ঘটনায় বিতর্কের শেষ নেই। তারই মাঝে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন মুর্মু।

    রবিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিহত তরুণী মামনি রায়ের বাড়িতে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বছরের পর বছর কেন রাস্তা তৈরি হল না, সেই প্রশ্ন করে এলাকাবাসী। যেকোনও শর্তে ওই ৫ কিলোমিটার রাস্তা তৈরির দাবিও জানান তাঁরা। রাস্তা তৈরির আশ্বাস দেন খগেন মুর্মু। সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস বিজেপি সাংসদের।