|
---|
নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু আলোড়ন ফেলেছে রাজ্যের শিক্ষামহলে। তা নিয়ে তুমুল আলোচনা চলছে সর্বত্র। ফের একই ধরনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়ার বাণীপুরের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। অভিযোগ, ওই স্কুলের হস্টেলে সিনিয়র ছাত্রদের হাতে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে স্কুলের নবম শ্রেণির এক পড়ুয়াকে। আতঙ্কে শুক্রবার গভীর রাতে হস্টেলের পাঁচিল টপকে পালাতে গিয়ে আরেক বিপত্তি। নৈশপ্রহরীদের হাতে ধরা পড়ে যায় ওই ছাত্র। পরে হাবড়া থানার পুলিশের উদ্যোগে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে হাবড়ার ওই নামী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়াকে সিনিয়র পড়ুয়ারা র্যাগিং (Ragging) করা হয় বলে অভিযোগ । প্রথমে তাকে মারধর করা হয়, তারপর জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে তার হাতে আঘাত করা হয় বলেও অভিযোগ। প্রাণে বাঁচতে বাদুড়িয়া (Baduria) থানার মাদ্রা এলাকার বাসিন্দা ওই পড়ুয়া গভীর রাতে হস্টেলের প্রায় ১০ ফুট উচ্চতার পাঁচিল টপকে বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু তাতেও বাধা।রাতের অন্ধকারে পায়ে হেঁটে হাবড়ার কুমড়া বাজারে পৌঁছয় ওই ছাত্র। সেখানে নৈশপ্রহরীরা তাকে আটকায়। তার কাছ থেকে গোটা ঘটনা শুনে অবশ্য পাহারাদাররা সহানুভূতিই দেখান তার প্রতি। ছাত্রের বাড়ি ও হাবড়া থানায় খবর দেন। আক্রান্ত পড়ুয়ার অভিযোগ, “বড় দাদাদের অত্যাচারে আমি পাঁচিল টপকে রাতেই বেরিয়ে আসি। আমাকে প্রায় মারধর করা হত। এদিন রাতেও মারধর করা হয়।” গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। কোনও প্রতিক্রিয়া দেননি বিদ্যালয়ের অধ্যক্ষও। যদিও বিষয়টি নিয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।