কালিয়াচকে সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্যদের সংবর্ধনা দেওয়া হয়

নতুন গতি, মোথাবাড়ি : সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেয়েছে  কালিয়াচক ।শতাধিক কৃতী এবার মেধা তালিকায় নাম তুলেছেন। এই হবু ডাক্তারদের উৎসাহিত করতে মঙ্গলবার তাঁদের সংবর্ধনা দিল হাজি মফিজুদ্দিন কবিরাজ মেমোরিয়াল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আয়োজক সংস্থার বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষক আব্দুল মালেক। তিনি নিজে প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন। গড়ে তুলেছেন সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে শিক্ষা অর্জন করে আলোকিত করছেন ছাত্রছাত্রীরা। আব্দুল মালেক এলাকার নিটে সফল ৩০জন নিট সফল চিকিৎসককে বাবলা কমলপুর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের হল ঘরে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা করেন।
কৃতি পড়ুয়াদের হাতে মানপত্র, একটি গোলাপ ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করে। হাজির ছিলেন  কালিয়াচক-‌২ নম্বর ব্লকের বিডিও রমল সিং বিরদি, মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী, রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার, সমাজসেবী হাসিমুদ্দিন আহমেদও বাঙ্গিটোলা অঞ্চলের প্রধান তোহিদুর রহমান, কর্মাধ্যক্ষ আমিনূর আলম প্রমুখ। এ প্রসঙ্গে কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও রমল সিং বিরদি জানান,‘‌কালিয়াচকের তিনটি ব্লকের বুকে এটা এক অভাবনীয় সাফল্য।  আগামীতে এই কালিয়াচক এলাকা শিক্ষা ও উৎকর্ষতায় অন্য নামে পরিচিত হবে। কালিয়াচকের তিনটি ব্লক থেকে ৫০-‌৬০ জনের বেশি এবারের নিটে সাফল্য অর্জন করেছেন। এই সব ভাবি চিকিৎসকেরা আগামী দিনের ভবিষ্যৎ।তাঁরাই আগামীতে আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’‌ এইচএমএম ফাউন্ডেশনের সম্পাদক আব্দুল মালেক প্রত্যেক ডাক্তারকে আগাম অভিনন্দন জানিয়ে বলেন, ‘‌শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশ অগ্রগতি করে এবং কুসংস্কার মুক্ত, বিদ্বেষমুক্ত ও বিভাজনমুক্ত সমাজ আমাদের গড়ে তুলতে হবে। জেলার বাইরে কালিয়াচক কিছু মানুষের ও কর্মকান্ডের জন্য মানে বদনাম হিসেবে মনে করত। বর্তমান প্রজন্ম কালিয়াচকের এটা পরিবর্তন করে দিচ্ছেন শিক্ষায় নতুন করে উজ্জীবিত হচ্ছে কালিয়াচক।