|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের আর্থিক সহায়তা কাটোয়া পৌরসভার ব্যবস্থাপনায় কাটোয়া বাস স্ট্যান্ডের পূণঃনির্মানের কাজ শুরু হয়েছে। কাটোয়া বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নারানচন্দ্র সেন বলেন এই বাস স্ট্যান্ডের পূর্ণঃনির্মানের কাজটি করা হচ্ছে কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে। তিনি বলেন ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের কাটোয়া বাস স্ট্যান্ডের পূণঃনির্মানের কাজটি করা হচ্ছে। কাটোয়া বস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নারানচন্দ্র সেন বলেন কাটোয়া শহরবাসীদের বহুদিনের দাবি পূরণ হতে চলেছে। কাটোয়া বাস স্ট্যান্ড নুতন করে সেজে উঠেছে।