স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! আত্মহত্যার চেষ্টা স্বামী ও

নিজস্ব সংবাদদাতা : স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার আকন্দবেড়িয়া গ্রামে। মৃতার নাম সহেলি বৈরাগ্য (২৮)। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দশেক আগে কালীগঞ্জের মোকামপাড়ার বাসিন্দা শ্রীকান্ত বৈরাগ্যের সঙ্গে বিয়ে হয় সহেলির। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নানান কারণে অশান্তি লেগে থাকত। বধূ নির্যাতনের অভিযোগও দায়ের হয় সহেলির বিরুদ্ধে। বধূ নির্যাতনের মামলা চলায় সহেলি আকন্দবেড়িয়ায় বাপের বাড়িতে থাকতেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সহেলির বাবার বাড়িতে চলে যান শ্রীকান্ত। সেখানে গিয়েও অশান্তি করতে থাকে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাতে তাঁরা একসঙ্গেই ছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা আচমকাই চিৎকার শুনতে পান। সঙ্গে সহেলির আর্তনাদ। ঘরে ঢুকে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন সহেলি। তাঁর সারা শরীরে ধারাল অস্ত্রের ক্ষত। পাশেই পড়েছিলেন শ্রীকান্ত। তাঁরও শরীরে ক্ষত তৈরি হয়েছে।

     

    পরিবারের লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সহেলিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ।