বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা! স্ত্রীর প্রেমিক ভাড়াটে খুনি দিয়ে গুলি করে খুন করল স্বামীকে

নিজস্ব সংবাদদাতা : স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। স্ত্রীর প্রেমিক ভাড়াটে খুনি দিয়ে গুলি করে খুন করল স্বামী প্রবীর দাসকে (৪৫)।এই ঘটনায় স্ত্রীর প্রেমিক সুমন দাস ও আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।জগতাই পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য রাখি দাসের স্বামী প্রবীর দাস এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার ছিল প্রবীর বাবুর। বাড়ির পাশেই পল্ট্রির ফার্ম ছিল তাঁর।

     

    জানা যায়, এলাকারই এক যুবক সুমন দাসের সঙ্গে তার স্ত্রী রাখি দাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই যুবকের হাত ধরে সংসার ছেড়েছিল রাখি। কিছুদিন পরে আবার ফিরে আসেন।

     

    তার পর ভাল করেই সংসার চলছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ফার্ম থেকে বাড়ি ফেরার সময় দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে প্রবীর দাসকে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়েন প্রবীরবাবু।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীরবাবুকে সরিয়ে দেওয়ার জন্য স্ত্রীর প্রেমিক সুমন দুজন সুপারি কিলার নিয়োগ করে। পুলিশ মঙ্গলবার রাতে সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জেরাতে ভেঙে পড়ে সুমন।

     

    এর পরেই খুনের কথা সে স্বীকার করে। সুমন-সহ আরও দুজনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। মৃতের আত্মীয় রাজেশ দাস বলেন, ফোনে খবর পেয়ে আমি দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

     

    মৃতের ভাই সুশান্ত দাস বলেন, বৌদির সঙ্গে এলাকারই এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দাদা সেটা জেনে ফেলায় বাড়িতে অশান্তিও চলছিল।