‘পোষা ভূত’ দিতে অস্বীকার করায় খুন তান্ত্রিক!

নিজস্ব সংবাদদাতা : বিহারের সীতামারহিতে মর্মান্তিক ঘটনা। প্রকাশ্য দিবালোকে একটি মঠের পূজারিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। অভিযোগ, ‘পোষা ভূত’ দিতে অস্বীকার করায় খুন করা হয়েছে তাঁকে।

     

    তবে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুব শীঘ্রই ঘটনার সত্যতা প্রকাশ পাবে বলেও দাবি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে গাধা থানার অন্তর্গত প্রেমনগর গ্রামে। মৃত ফুল শঙ্কর ঠাকুরের বয়স ৫৫ বছর। তিনি রামজানকী মঠের পুরোহিত ছিলেন। বাড়ি প্রেমনগর গ্রামের। পৌরহিত্যের পাশাপাশি তিনি তন্ত্রসাধনাও করতেন বলে জানা গিয়েছেন। যে দুষ্কৃতীরা ওই পুরোহিতকে গুলি করেছে তারা মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, তাঁর কাছে ‘পোষ্য ভূত’ দাবি করেছিল তারা। পিছন থেকে পুরোহিতকে গুলি করা হয়। পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপি সুবোধ কুমার, রুনিসাইদপুর, ডুমরা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টোর দিকে ঘটে ঘটনাটি। পুরোহিতকে গুলি করেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।জানা গিয়েছে, মঠের পুরোহিতের পাশাপাশি ফুল শংকর একজন তান্ত্রিক হওয়ার সুবাদে তাঁর কাছে দূর দূরান্ত থেকে আসতেন বহু মানুষ। ফুল শংকের পরিবারের সদস্যদের দাবি, বিকেলের মঠের কাছে জনা পাঁচেক যুবকের একটি দল খাওয়া-দাওয়া করছিল। হঠাৎই তাদের মধ্য়ে তিন যুবক মঠে পৌঁছে পুরোহিতের কাছে ‘পোষ্য ভূত’ দিয়ে দেওয়ার দাবি জানাতে থাকে। রীতিমতো নাছোরবান্দা ছিল তারা। তান্ত্রিক রাজি না হয়ে তাদের কথায় পাত্তা না দিয়ে মঠ থেকে বেরিয়ে যান। সম্ভবত এই প্রত্যাখানেই যুবকরা অসন্তুষ্ট হয়েছিল। ঘটনার কিছুক্ষণ পরই একদল মাতাল যুবক মঠ থেকে কিছুটা দূরে পিছন থেকে পুরোহিতকে গুলি করে।ঘটনার খবর পেয়ে সদরের ডিএসপি সুবোধ কুমার ছাড়াও রানিসাইদপুরের পরিদর্শক রাকেশ কুমার ও গাধা থানার ওসি রকি কুমার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। সদরের ডিএসপি সুবোধ কুমার জানান, আগের কিছু বিবাদে পুরোহিত হত্যার বিষয়টি সামনে আসছে। ওই পুরোহিত আগে থেকেই নিশানায় ছিল দুষ্কৃতীদের। ঘটনায় সন্দেহভাজন দুই অপরাধীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শীঘ্রই বিষয়টি প্রকাশ করা হবে।