কবিতার ভেলা শারদ সংখ্যার মোড়ক উন্মোচন সেন্ট্রাল অ্যাভিনিউ

লুতুব আলি : কবিতার ভেলা শারদ সংখ্যার মোড়ক উন্মোচন সেন্ট্রাল অ্যাভিনিউ এ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের প্রমুখ উত্তরসূরীদের সমাবেশ ঘটিয়ে কবিতার ভেলা ১৪২৯ শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হল কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ মেট্রো স্টেশনের সন্নিকট বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে। উদ্বোধন করেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জয়দীপ চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণ দেন কবিতার ভেলা র সম্পাদ ক প্রমতম সী। সংগীতশিল্পী রাখি ব্যানার্জির সংগীত দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যাসাগরের উত্তরসূরী অমিতাভ বন্দোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী পরাশর বন্দোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালী কাজী, আনন্দ প্রকাশনের কর্ণধার তথা কবিতা ভেলা র সভাপতি নিগমানন্দ মন্ডল। কবিতা পাঠে অংশ গ্রহণ করেন বিদ্যুৎ শঙ্কর দাস, বিশ্বনাথ চৌধুরী, কল্যাণী মন্ডল, সুশান্ত ঘোষ, মিলি দাস, অমরেন্দ্রনাথ পাল, মালবিকা মজুমদার, প্রতিবিম্ব রায়, সুচিত্রা দাস, বিকাশ যশ, শিবানী চ্যাটার্জী, অরিজিতা ঘোষ, নীপা চক্রবর্তী, চন্দ্রানী চৌধুরী, নবনীতা সরকার, পার্থ প্রতিম দত্ত, অসীম দাস, সুব্রত বোস প্রমুখ। আবৃতি পরিবেশন করে হাওড়ার কিশলয়। এক সাক্ষাৎকারে জয়দীপ চট্টোপাধ্যায় জানান, কবিতা ভেলা পত্রিকায় বিশিষ্ট লেখক লেখিকাদের পাশাপাশি নতুন প্রতিভা ভান দের ও সুযোগ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজ্ঞা পারমিতা।