|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটছে ভারতের। জন্মদিনে ‘ক্রিকেট ঈশ্বর’কে ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের এই ধারাবাহিক জয়ের পিছনে রাজনীতিকে টেনে এনেছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার পর বাংলার রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের ভাবনা সকল ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াক্ষেত্রও ব্যতিক্রম নয়। অর্থাৎ ভারতের জয়ের জন্য় ঘুরিয়ে পেঁচিয়ে প্রধানমন্ত্রীকেই কৃতিত্ব দিয়েছেন রাজ্যপাল। তার পালটা তৃণমূল সাংসদ সাকেত গোখলের খোঁচা, “তাহলে কি কোহলির ‘বিরাট’ সেঞ্চুরির কৃতিত্বও মোদির প্রাপ্য?” সবমিলিয়ে বিশ্বকাপে ভারতের টানা জয়েও রাজনৈতিক রঙ লাগিয়ে দিলেন রাজনীতির কারবারিরা।
ক্রিকেটের নন্দন কাননে ৩২৬ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। বিরাট জয়ের মুকুটে আরও পালক যোগ করেন কোহলি। ক্রিকেটীয় ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকরের রেকর্ড ছুঁয়ে করে ফেলেন একদিনের ক্রিকেটে ৪৯তম শতরানটিও। সবমিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে হেলায় উড়য়ে চলতি বিশ্বকাপে অষ্টম জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু সেই জয়েই এবার রাজনীতির রং লাগল!
বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “ভারত আবার প্রমাণ করল, আমরা দ্বিতীয় নয়। নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের ভাবনা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াক্ষেত্রও ব্যতিক্রম নয়। গোটা বিশ্বের কাছে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে ভারত আত্মনির্ভর। এটা দেশের সকলের জয়। ভারতের জয় বাংলার মানুষেরও জয়।” রাজনৈতিক মহলের দাবি, ঘুরিয়ে টিম ইন্ডিয়ার জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রীকেই দিতে চেয়েছেন আনন্দ বোস।
তাঁর এহেন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর খোঁচা, “ভারতের জয়, বিরাটের শতরানের কৃতিত্বও নিশ্চয়ই মোদির? আর কত নিচে নামবেন বাংলার রাজ্যপাল!” তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থে সি ভি আনন্দ বোসকে রাজ্যপালের আসনে বসিয়েছে।