মেয়ের জন্মদিন পালন না করে মইদুল মিদ্যার পরিবারের জন্য দশ হাজার টাকা দিলেন বাম যুব নেতা বিশ্বরঞ্জন খামরী

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, গোপীবল্লভপুর: নিজের মেয়ে সানা’র জন্মদিনের অনুষ্ঠান না করে, নিহত ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্যার পরিরারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার ডিওয়াইএফআই জেলা সভাপতি বিশ্বরঞ্জন খামরী। তিনি মইদূলের পরিবারের জন্য সংগঠনের জেলা সম্পাদক স্বপন ফৌজদারের হাতে তুলে দিলেন দশ হাজার টাকা। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো বামপন্থী যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এর উদ্যোগে। কয়েকদিন আগে বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে অংশ নিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে মৃত্যু হয় ডিওয়াইএফআই কর্মী মইদূল মিদ্যার। সেই ঘটনার প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয়। এদিন শতাধিক ডিওয়াইএফআই কর্মী- সমর্থক সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন খামরী ও জেলা সম্পাদক স্বপন ফৌজদার নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন।

    এছাড়াও মিছিলে অগ্রভাগে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মিহির মাইতি, শ্যামাপদ দন্ডপাট, সুকুমার বারিক, স্বপন দেহুরী প্রমুখ যুব নেতৃত্ব। রাজ্য পুলিশের বিরুদ্ধে ও পুলিশমন্ত্রীর অপসারণের দাবীতে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীরা এবং হাতিবাড়ী মোড়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পোড়ান যুব কর্মীরা।
    তারপর তাঁরা গোপীবল্লভপুর থানার সামনে মিনিট দশ-পনের’র একটি প্রতীকী অবস্থান বিক্ষোভ করেন।