|
---|
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি, মুম্বাই:
মহেশ আনন্দ, যাকে সর্বশেষ দেখা গিয়েছিল গোবিন্দার ‘রঙ্গীলা রাজা’ চলচ্চিত্রে।অমিতাভ বচ্চনের মতো হেভিওয়েট তারকার সঙ্গে তিনি কাজ করেছেন।
গত শনিবার আনন্দের পচাগলা দেহটি পশ্চিম আন্ধেরিতে ইয়ারি রোডের তার বাসভবন থেকেই উদ্ধার করা হয়।তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।পুলিশ অনুমান করছে তার মৃত্যু দুদিন আগেই হয়েছিল।মৃত্যুর কারণ এখনো ও সঠিকভাবে জানা যায়নি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।