|
---|
দেবজিৎ মুখার্জি: ফের রক্তাক্ত হিংসাদীর্ণ মণিপুর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ কাংপোকপি জেলার কাংগুই এলাকায় ঘটনাটি ঘটে। কাংপোকপি জেলার পুলিশ সুপার থলু রকি জানিয়েছেন, “৩জন কুকি গাড়িতে চেপে আসছিলেন। সেই সময় তাঁদের উপর গুলি চালানো হয়। এই ঘটনায় যারা জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” ইম্ফল ওয়েস্ট ও কাংপোকপি জেলায় সন্দেহভাজনদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও অসম রাইফেলস।