মণিপুর হিংসা: “গিল্ড সদস্যদের উপর কোনও দমনমূলক ব্যবস্থা নয়” জানালো সুপ্রিম কোর্ট

দেবজিৎ মুখার্জি: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মণিপুরের রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি। “গিল্ড সদস্যদের ব্যাপারে কোনও দমনমূলক ব্যবস্থা যেন নেওয়া না হয়” গিল্ড সদস্যদের করা আবেদনে সাফ জানালো সুপ্রিম কোর্ট।

     

    উল্লেখ্য, কিছু দিন আগে ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মণিপুর সরকার। তাদের দাবি ছিল, এডিটর গিল্ডের সদস্যরা রাজ্যে আরও বেশি করে সংঘর্ষ এবং হিংসার ঘটনা ঘটাতে চাইছে। এফআইআরে অভিযোগ জানানো হয়েছিল, ইজিআইয়ের রিপোর্টে একটি পোড়া বাড়ির ছবি প্রকাশ হয়েছিল। এবং ছবির ক্যাপশনের নিচে লেখা ছিল পোড়া বাড়িটি এক কুকি পরিবারের। যা ৫ মে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই তথ্য সঠিক নয়। ওই বাড়িটি চূড়াচাঁদপুরের একটি গ্রামের বনবিভাগের অফিসের। এই অভিযোগের পর গোটা ঘটনা নিয়ে নিজেদের ভুল স্বীকার করে ইজিআই। এক্স হ্যান্ডলে তারা জানায়, ‘ছবিটি এডিট করার সময় একটি ভুল হয়ে গিয়েছিল। আমরা দুঃখিত। প্রসঙ্গত, গত ৭ থেকে ১০ আগস্ট ইজিআইয়ের তিন সদস্যের একটি কমিটি মণিপুরের পরিস্থিতি পরিদর্শনে যায়। এবং একটি রিপোর্ট পেশ করে। যা নিয়েই তৈরি হয় বিতর্ক। মণিপুর সরকার জবরদস্তি কোনও ব্যবস্থা নিতে পারে, এই আশঙ্কায় আদালতে আবেদন করেছিলেন গিল্ড সদস্যরা।