বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ, সকাল থেকেই দর্শকমুখী ইডেন

সজল দাশগুপ্ত: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহরনের আগে সাজো সাজো রব। সকাল গড়িয়ে বেলাতে ইডেন দর্শকমুখী, ধরা পড়েছে সেই চিত্র। রবিবার ছুটির দিনে হাইভোল্টেজ ম্যাচ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে, দক্ষিণ আফ্রিকায় রয়েছে দুরন্ত ফর্মে। স্বপ্নের বিশ্বকাপ চলছে কুইন্টন ডিককের, ফর্মে রয়েছে হেনরিক ক্লাসন, ডেভিড মিলার। তবে ভারত কিন্তু এবারে সবথেকে সেরা ফর্মে। একদিকে যেমন বিরাট রোহিতের ব্যাটিং ব্রিগেড, অপরদিকে সামি,বুমরার বিধ্বংসী বোলিং । ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভারত দুর্দান্ত ফর্মে। জমে গেছে বিশ্বকাপ ক্রিকেট, গ্রুপ লীগের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এখন প্রত্যেকটি টিমের কাছে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ।

    আজ বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন, ভারত চাইবে বিরাটের জন্মদিনে বিরাট ব্যবধানে জয়ী হতে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। যথেষ্ট উপভোগ ম্যাচের সাক্ষী হতে চলেছে ইডেন। এদিন বেলা বাড়তেই ইডেন মুখি দর্শকরা, বিভিন্ন রকমের ফেস্টুন হাতে,রংবেরঙের সাজে দেখা যাচ্ছে দর্শকদের। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কে কেন্দ্র করে সেজে উঠেছে ইডেন।