|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বিধাননগর পুলিশের তরফে একটি নতুন উদ্যোগ আসতে চলেছে, Meet your officers। এতে বিধাননগর কমিশনারেট এলাকার সহনাগরিকরা বাড়ি থেকে অনেকটা দূরত্ব অতিক্রম করে বিভিন্ন অফিসে না গিয়ে, কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করতে পারবেন তাঁদের নির্ধারিত স্থানীয় ইউনিটে। দেখা করে নিজেদের সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করতে পারবেন। সময়সূচী দেওয়া রইল নিচে।
আইন-শৃঙ্খলা জনিত যে কোনও ব্যস্ততা কিংবা প্রশাসনিক সমস্যার কারণে সময়সূচীতে কোন পরিবর্তন হলে স্থানীয় ইউনিটের মাধ্যমে আগে থেকেই অবহিত করা হবে। প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের সমস্যার সমাধান করতে তাদের এই বিশেষ উদ্যোগ।