|
---|
সেখ সামসুদ্দিন : আজ ৫জামুয়ারি, মেমারি বিধানসভার বাগিলা অঞ্চলের কৃষ্ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় এবং দিদির জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ করা হয়। বিধায়ক নার্গিস বেগমের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও যুব নেতা প্রলয় কুমার পাল। শুভ জন্মদিনে বিধায়ক নার্গিস বেগম বলেন বাংলার মা তুমি সুস্থ থেকো আর এই বাংলাকে আগলে রেখো। বিধায়ক একশো জনকে কম্বল দেন।