|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি থানার কামালপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় গত রাতে দুইজন নিহত ও ২৩ জন আহত হন। ঘটনা প্রসঙ্গে জানা যায় গ্রামের শ্যামলাল বাস্কে (৬২) গতকাল মারা যান। তার মৃতদেহ সৎকার করে দখলনুর শ্মশান থেকে দুইটি ট্রলীতে প্রায় পঞ্চাশ জন বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে কামালপুর ব্রীজের কাছে একটি ট্রলী গ্রামের রাস্তায় ঢুকে পড়লেও পিছনের ট্রলীটি উল্টো দিক থেকে বেপরোয়া ভাবে চলা একটি ডাম্পারকে দেখে সাইডে দাঁড়িয়ে পড়লেও ডাম্পারটি সজোড়ে ধাক্কা মেরে পাশের নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে নিয়ে আসে। নিহত ও আহতদের মেমারি হাসপাতাল ও বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। যার মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এই খবর শুনে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, যুবনেতা সন্দীপ পরামানিক, ছাত্রনেতা রাহুলদেব ঘোষাল, অঞ্চল সভাপতি বিনোদ মন্ডল, বাগিলা অঞ্চল থেকে অংশুমান চতুর্বেদী, আদিবাসী সংগঠনের সভাপতি কৃষ্ণ সরেন প্রমুখ আহতদের বাড়ি যান। সেখানে আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দেন। গ্রামের মানুষের আবেদনে মৃত দুই ব্যক্তির বিষয়ে কোনো কথা বলা যায়নি, তখনও পরিবারের সদস্যদের কিছুই জানানো হয়নি। মৃত দুই যুবক হলেন হলেন অবিবাহিত কালীরাম হাঁসদা (২৬) এবং বিবাহিত অভয় বাস্কে (২৭)। অভয়ের বছর দুয়েকের কন্যা সহ স্ত্রী ও বাবা মা বর্তমান।