|
---|
আবদুস সামাদ জঙ্গিপুর: পরিবার সূত্রে জানা যায় মৃত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বহুদিন ধরেই।নাম শান্তি দাস বয়স (৫৮) তিনি চার সন্তানের মা। আরও জানা যায় তিনার চিকিৎসাও চলতো,এবং মাঝে মাঝে ঔষধ খেয়ে সুস্থ ও থাকতেন তিনি ,হটাৎ করে গত বুধবার সন্ধ্যা নাগাদ অর্থাৎ ছয়দিন থেকে নিখোঁজ ছিলেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা।তাকে তন্ন তন্ন করে বিভিন্ন জায়গা খুজা খুজী করেন কিন্তূ কোথাও কোনো খোঁজ পাননি পরিবারের সদস্য গণ।
হটাৎ আজ অর্থাৎ সোমবার সকালে সম্মতিনগর গ্রমাপঞ্চায়েতের হুদ্রাপূর মুরের নিকটস্থ ফারাক্কা ক্যানেলে একটি মৃত দেহ দেখতে পাই স্থানীয় লোকজন। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য কর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে এমত অবস্থায় মৃত পরিবারের লোকজনের কানে ওই মৃতার কথা ভেসে আসে,এবং ঘটনা স্থানে ছুটে যায়। এবং সেই মৃতার দেহের পোশাক দেখে নির্ণয় করেন তিনি আর কেউ না,তিনি শান্তি দাস । খবর পাওয়া মাত্রই ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ,এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।এই নিয়ে পরিবারের মাঝে কান্নার রোল,শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। প্রতিবেশী গণ বলেন মানসিক সমস্যা থাকলেও তিনি খুব নম্র ভদ্র প্রকৃতির মহিলা ছিলেন।